ইকনা- মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত মুহাম্মাদ আনোয়ারের সুললিত কণ্ঠে সূরা আলে ইমরানের ১৬ নম্বর আয়াতের তিলাওয়াত নীচে তুলে ধরা হল।
মিশরের প্রসিদ্ধ ক্বারি শাহাত মুহাম্মাদ আনোয়ারের সুললিত কণ্ঠে সূরা আলে ইমরানের ১৬ নম্বর আয়াতের তিলাওয়াত নীচে তুলে ধরা হল।
الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا ... ﴿۱۶﴾
(প্রশংসনীয় তারাই) যারা বলে, ‘হে আমাদের প্রতিপালক! নিশ্চয় আমরা বিশ্বাস করেছি; সুতরাং তুমিও আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও; এবং আমাদের জাহান্নামের শাস্তি হতে রক্ষা কর।’